Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক কার্যক্রম

সভার আলোচ্য সূচি নিম্ন রম্নপ-

১।      বিগত সভার কার্য বিবরণী পাঠ ও অনুমোদন।

২।    আইন শৃংখলার কমিটি গঠন করা প্রসংগে।

            ৩।      বিবিধ

          বিগত সভার কার্য বিবরণী পাঠ ও অনুমোদন। অদ্যকার সভাপতি সাহেব সভার আসন গ্রহন করেন এবং সকলকে ধন্যবাদ জানিয়ে সভা শুরম্ন করার জন্য অনুমতি প্রদান করেন। বিগত সভা গুলির উপর অনেক্ষন আলাপ

আলোচনা অমেত্ম সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়। জনাব সভাপতি সাহেব অবগত করেন যে, সারা দেশব্যাপি অর্থনৈতিক শুমারী শুরম্ন হয়েছে। তারই অংশ হিসাবে অত্র কাকড়াজান ইউনিয়নে সফল করতে হবে। এ ব্যাপারে তিনি কমিটির সকল সদস্যদের কে সহযোগিতা করার জন্য আহবান জানান। সভাপতি সাহেব আরো বলেন যে এ কর্মসূচি বিষয়ে বিস্তারিত আলোচনা হোক। তার প্রসত্মাবের পর সভায় বিসত্মারিত আলোচনা করা হয়। মানুষকে আইন শৃংখলা বিষয়ে তিনি মাইকিং সহ ব্যাপক প্রচার প্রচারনা মাধ্যমে জনগনকে সচেতন করার জন্য সভাপতির দৃষ্টি আকর্ষন করেন। বিস্তারিত আলোচনা শেষে সফল করার লক্ষ্যে সকলের সহযোগিতার পাশাপাশি প্রচারের মাধ্যমে জনগনকে সচেতন ও উদ্বুদ্ধ করার সিদ্ধান্ত  সম্মতি ক্রমে গৃহিত ও অনুমোদিত হয়।